বাংলাদেশকে সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস সুইস রাষ্ট্রদূতের : আমীর খসরু
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলির বর্তমানে দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাছাড়া, দেশ থেকে পাচারকৃত হাজার কোটি টাকা ফিরিয়ে আনার ব্যাপারেও তার সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
বেলা ১১টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির।
বৈঠকের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ভবিষ্যত রোডম্যাপ ভেঙে যাওয়া রাষ্ট্রকাঠামো থেকে বেরুনো, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা ওভারকাম করা, নির্বাচনী কর্মকান্ডের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমূহকে ট্র্যাকে আনার বিষয়ে আলোচনা হয়েছে।
ভবিষ্যতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশ থেকে পাচারকৃত ১০০ বিলিয়ন ডলার ফিরিয়ে আনার বিষয়ে তার সরকারের সহযোগিতার কথাও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জানিয়েছেন বলে জানান আমির খসরু।
সবশেষে তিনি বলেন, জনগণই একটি দেশের
প্রকৃত মালিক। তাদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করার ব্যাপারে, বর্তমান অন্তর্র্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির।