বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের ৫৪তম সভা (বোর্ড সভা) বুধবার কাওরান বাজারস্থ বিআরডিবি'র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিআরডিবি'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ সভায় সভাপতিত্ব করেন।
সভায় এ. এফ হাসান আরিফ বলেন, 'বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মূল লক্ষ্য হলো- দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচনে এই প্রতিষ্ঠানে যা চর্চা হচ্ছে, তা আরও ত্বরান্বিত করতে হবে। যেসব এনজিও বা অন্যান্য সংস্থা ক্ষুদ্র ঋণ প্রচেষ্টার সঙ্গে জড়িত, প্রয়োজনে তাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে।'
তিনি আরও বলেন, 'বিআরডিবিকে বোর্ড থেকে অধিদপ্তরে পরিণত করার প্রস্তাবনা আছে। অধিদপ্তরে পরিণত হলে সুবিধা এবং অসুবিধা যাচাই-বাছাই করতে হবে। বিআরডিবি'তে পেনশন প্রাপ্তিতে বিরম্বনাসহ যেসব সমস্যা বিদ্যমান আছে, তা এই প্রতিষ্ঠান থেকে দূর করার পথ খুঁজে বের করতে হবে।'
সভায় পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন বিআরডিবি'র মহাপরিচালক আ. গাফফার খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি