আওয়ামী ফ্যাসিবাদী কর্মকান্ডের পুনরাবৃত্তি বন্ধ এবং অতিদ্রম্নত সময় ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শিক্ষক সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সময় সমিতির সদস্যদের পদত্যাগের দাবিও জানানো হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সমিতির সদস্য আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মন্ডলসহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা প্রতিটি বিষয় ইতিবাচক ভাবছি। শিক্ষার্থীরা যদি মনে করে, আমাদের সঙ্গে মিটিং করবে, তবে আমরা রাজি, যদি বলে আমাদের সবার পদত্যাগ করতে হবে, আমরা তাতেও রাজি। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য যা প্রয়োজন আমরা করব। শিক্ষার্থীদের অনিরাপদ রেখে আমাদের পদত্যাগ করা অনুচিত ভেবে আমরা এখনো রয়েছি? প্রশাসন আসলে আমরাও পদত্যাগ করে চলে যাব।