শাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আসামি ৭৬
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
শাবি প্রতিনিধি
কোট সংস্কার আন্দোলনে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে নিহত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যায় মামলা হয়েছে। এতে ৭৬ জনকে আসামি করা হয়েছে।
সোমবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি সমন্বয়ক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে পুলিশ, ছাত্রলীগ পরিকল্পিতভাবে রুদ্র সেনকে ধাওয়া দিয়ে পানিতে ফেলে হত্যা নিশ্চিত করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখকে প্রধান আসামি করে ৭৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাদেক দস্তগীর কাওসার, শাবির সাবেক ভিসি মো. ফরিদ উদ্দীন, প্রোভিসি মো. কবীর হোসেন, প্রক্টর মো. কামরুজ্জামান চেীধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আছাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, হাবিবুর রহমান হাবিব, রনজিত সরকার, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।