লুট হওয়া অস্ত্র
পুলিশ ওর্ যাবের কাছে হস্তান্তর
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীরর্ যাব-১০ কার্যালয় ও গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। সেনাবাহিনী লুণ্ঠিত এসব অস্ত্রশস্ত্র উদ্ধারের পর সোমবার জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশ ওর্ যাবের কাছে হস্তান্তর করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
গাজীপুর প্রতিনিধি জানান, ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামাদি তুলে দেন সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লে. কর্নেল লুৎফর রহমান।
৫ আগস্ট সরকারের পতনের পর জেলার বিভিন্ন থানা থেকে অস্ত্রগুলো লুট হয়।
জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, 'গত ৫ আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওইসব উদ্ধার করা হয়। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছে। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, ৫টি শর্টগান, একটি ওয়ালথার, ৬টি পিস্তল ম্যাগাজিন, ৪টি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শর্টগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।'
লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নরসিংদী প্রতিনিধি জানান, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী র?্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র?্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেনা ক্যাম্পে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। র?্যাব-১০-এর এসএসপি এমজি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট মেজর জিহান উদ্দিন আহমেদ খান, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ২৮ ইস্টবেঙ্গল'র নেতৃত্বে একটি টহল শেখ রাসেল সেনানিবাস হতে নরসিংদী আর্মি ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেন। উক্ত টহল দল পথিমধ্যে সন্ধ্যা সাড় ছয়টার দিকে যাত্রাবাড়ী র?্যাব-১০ সদর দপ্তরের সন্নিকটে পৌঁছালে দেখতে পায় যে, অগণিত আন্দোলনকারী ছাত্র-জনতা এবং সাধারণ লোকজন র?্যাব-১০-এর সদর দপ্তরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাচ্ছে। তাৎক্ষণিক অবস্থা বিবেচনায় মেজর জিহান উদ্দিন আহমেদ খান অধিনায়ক, ২৮ ইস্টবেঙ্গল'র আদেশক্রমে উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ রোধে সক্ষম হন।
এ ছাড়া লুণ্ঠনকৃত অস্ত্র উদ্ধারকল্পে তাৎক্ষণিক একটি স্পেশাল উদ্ধার অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৬ জন আহত র?্যাব সদস্যসহ ৬০টি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রাণঘাতী অস্ত্র, প্রায় ৪০০০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ ও অন্যান্য দ্রব্যসামগ্রী আন্দোলনরত জনতার কাছ থেকে উদ্ধার করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন রকিব, তাহমিদসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র?্যাব সদস্যরা।