বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

এবারও জামিন পাননি বাবুল আক্তার

চট্টগ্রাম বু্যরো
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
এবারও জামিন পাননি বাবুল আক্তার

চট্টগ্রামে বহু আলোচিত মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক মজুমদার বলেন, গত ১৪ আগস্ট মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদনের শুনানি হয়েছিল। শুনানি শেষে রোববার আদালত জামিনের আদেশের জন্য রেখেছিল। আদালত এদিন জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন। এই মামলায় এখন পর্যন্ত ৫১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, আমরা এসপি বাবুল আক্তারের পক্ষে গত ১৪ আগস্ট জামিন আবেদন করেছিলাম। আদালত আজকে (রোববার) সেটির আদেশ দিয়েছেন। আদেশে বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন। আমরা আলোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে জামিন আবেদন করব।

আইনজীবী কফিল উদ্দিন বলেন, বাবুল আক্তার ২০২১ সালের ১০ মে গ্রেপ্তারের পর থেকে এখনো কারাবন্দি। স্ত্রী হত্যা মামলায় ৯১ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এখনো তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তিন বছর ৩ মাস তিনি জেলে। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হয়, তাহলে এই সময়গুলো কে ফিরিয়ে দেবে? তাই আমরা চাই তাকে জামিন দেওয়া হোক।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুর রশীদ বলেন, আসামিপক্ষের করা জামিন আবেদনের আমরা বিরোধিতা করেছি। রোববার আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন।

এর আগে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৮ আগস্ট আদালতে বাবুলের পক্ষে জামিনের জন্য বিশেষ দরখাস্ত দেওয়া হয়। আদালত সেদিন জামিন নামঞ্জুর করেছিলেন। এরপর গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে ১৮ পৃষ্ঠার জামিন আবেদন করা হলে একঘণ্টা ২০ মিনিটের উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য নতুন তারিখ ঘোষণা করেন। এতে জামিনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন বাবুল আক্তারের আইনজীবীরা। পাশাপাশি জামিনের বিরোধিতা করে পাল্টা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদেশের জন্য রোববার দিন ধার্য করেছিলেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে