শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিজিবির অভিযানে বিপুল আইস ও ইয়াবা জব্দ

  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
বিজিবির অভিযানে বিপুল আইস ও ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ২১ কোটি টাকা মূল্যের প্রায় ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এসময় সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুলস্নাহ আল মাশরুকীর নেতৃত্বে রেজুপাড়া বিওপির একটি আভিযানিকদল ফুটেরঝিরি এলাকায় অবস্থান নেয়। পরে কয়েকজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রম্নত পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এর আগে ওইদিন রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে পাচারের উদ্দেশ্যে মিয়ানমার থেকে আনীত মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি মাদকবিরোধী আভিযানিক দল ওই স্থানে তলস্নাশি চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দুজন ব্যক্তি ঘরের পেছন দিয়ে দ্রম্নত পালিয়ে যায়। পরে টহলদল তলস্নাশি চালিয়ে পরিত্যক্ত ঘরের এক কোণে গর্ত খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি পস্নাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। এসময় মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে