মোমবাতি প্রজ্বলন, এক মিনিট নীরবতা পালন আর দেশাত্মবোধক গানে গানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারাদেশে নিহতদের স্মরণে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেন সাবেক শিক্ষার্থীরা। এতে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্বলন কর্মসূচির শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ আর আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, একাডেমিক কাউন্সিলের আহ্বায়ক মো. জাকিদুল ইসলাম এবং ছাত্র আন্দোলনে কলেজের সমন্বয়ক মোহাম্মদ আসিফ শেখ। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সুশীল চাকমা, একাডেমিক কাউন্সিলের সদস্য ও শিক্ষক প্রতিনিধি মোস্তাকিয়া মাহমুদা পারভীন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাই মজুমদার প্রমুখ।
বনফুল আদিবাসী গ্রীনহাট কলেজের প্রতিষ্ঠাতা ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, অসাম্প্রদায়িকতার মানবিক আবহে আমাদের দেশ হবে স্বপ্নের বাংলাদেশ। এ কলেজ সেই স্বপ্নের বাংলাদেশের অনন্য প্রতিচ্ছবি। তিনি ছাত্র আন্দোলন চলাকালে নিহত সব ছাত্রজনতার বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। অবিস্মরণীয় এই ছাত্র আন্দোলনে অবদান রাখার জন্য ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বনফুল আদিবাসী গ্রীনহাট কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বনফুল আদিবাসী গ্রীনহাট কলেজের সমন্বয়ক সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আসিফ শেখ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি যুগান্তকারী সংগ্রাম যেখানে আমরা ছাত্রজনতা তাদের ন্যায়সঙ্গত অধিকার ও বাকস্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। এ লড়াইয়ের মূল উদ্দেশ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা যেখানে সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না। সংবাদ বিজ্ঞপ্তি