কয়েদির মৃতু্য

রংপুর কারাগারে উত্তেজনা, ফাঁকা গুলি

প্রকাশ | ১৭ আগস্ট ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃতু্যকে কেন্দ্র করে কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের পাল্টাপাল্টি ধাওয়া ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনীও। শুক্রবার রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রংপুর কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের অভ্যন্তরে গাছ থেকে আমড়া পেড়ে খাওয়াকে কেন্দ্র করে দুই কয়েদি রফিকুল ও বাহারুলের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রফিকুল লাঠি দিয়ে বাহারুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কারাগারে এ সংবাদ ছড়িয়ে পড়লে কয়েদিদের মাঝে উত্তেজনা দেখা দেয়। কয়েদিরা বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে কারাগারের আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে চলাচলকারী গাড়িগুলো থেমে যায়। সবার মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, 'কারাগারের অভ্যন্তরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় শাহজাহান ও মোতালেব নামে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।'