শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

১৫ আগস্টে বিশৃঙ্খলার পাঁয়তারা করলে প্রতিরোধ করা হবে সমাবেশে মামুনুল হক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
১৫ আগস্টে বিশৃঙ্খলার পাঁয়তারা করলে প্রতিরোধ করা হবে সমাবেশে মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, 'আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি। গত ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন।'

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জেলা হেফাজতে ইসলাম আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মুবারকউলস্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা মামুনুল হক আরও বলেন, 'অধিকারহারা মানুষ ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গণ-অভু্যত্থান করেছিলেন। তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, যেই জাতি তার বাবাকে হত্যা করেছে, সেই জাতির ওপর তিনি প্রতিশোধ নিবেন। গত ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন। তিনি প্রতিশোধ নিয়েছেন তৌহিদি জনতা, স্বাধীনতাকামী জনতা, ছাত্র জনতা এবং হেফাজত ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে।'

মাওলানা মামুনুল হক আরও বলেন, 'শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানাই। হাসিনা নরেন্দ্র মোদির ঘরে বসে ১৫ আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য উসকানি দিচ্ছেন। বাংলাদেশ এখন ফ্যাসিবাদী পরাধীন দেশ নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে।' তিনি বলেন, '১৫ আগস্টে বিশৃঙ্খলা করার পাঁয়তারা করলে সারাদেশে তাদের প্রতিরোধ করা হবে।'

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের আহ্বানে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুলস্নাহ আইয়ূবী, অর্থ সম্পাদক মাওলানা মনির কাসেমী, হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা কেফায়েতউলস্নাহ আজহারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে