সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ডেঙ্গুতে আরও ২ জনের মৃতু্য ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃতু্য হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৭১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩৩ জন। তাদের মধ্যে ৫৭ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২৯ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। অন্যরা ঢাকা মহানগরের বাইরে অবস্থান করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৬১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ৪৯৯ জন। ৩৬২ জন অন্য বিভাগে রয়েছেন। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হন ৮ হাজার ৭০২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন। কোটা : গুলিতে আহত পোশাক শ্রমিকের মৃতু্য \হযাযাদি ডেস্ক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হওয়া এক পোশাক শ্রমিক মারা গেছেন ২৫ দিন পর। ঢাকা মেডিকেলের আইসিইউতে মঙ্গলবার ভোরে তার মৃতু্য হয় বলে বাড্ডা থানার এসআই গোলাম পারভেজ জানিয়েছেন। ৪০ বছর বয়সি শাহ্‌ আলম কুমিলস্নার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের রেনু মিয়ার ছেলে। ঢাকার রামপুরায় স্ত্রী-সন্তান নিয়ে থাকছিলেন। তার বড়ভাই আবু তাহের জানান, ১৯ জুলাই দুপুরে আধাবেলা ডিউটি শেষে বাসায় ফিরছিলেন শাহ্‌ আলম। উত্তর বাড্ডায় এলাকায় চলা সহিংসতার মধ্যে পড়ে গেলে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আইসিইউতে থাকাবস্থায় ভোরে মারা গেলে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে যান স্বজনরা। পদত্যাগ করলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখর ম ময়মনসিংহ বু্যরো ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে বুধবার তিনি পদত্যাগ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি উলেস্নখ করেন, 'আজ (বুধবার) অপরাহ্নে ব্যক্তিগত কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।' বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম বলেন, 'বেলা আড়াইটার দিকে উপাচার্য পদত্যাগপত্র জমা দেওয়ার খবর পাই। আইন অনুযায়ী উপাচার্য পদত্যাগের পর রেজিস্ট্রার দায়িত্ব পালন করার কথা। কিন্তু আন্দোলনকারীরা রেজিস্ট্রারেরও পদত্যাগ দাবি করছে।' উপাচার্যের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত শুক্রবার থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত রোববার উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ ওরফে শুভ।