বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের লুটকৃত নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের চারটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছের্ যাব-১১। জনতার সহযোগিতায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
সোমবার রাতে শহরের হাজিগঞ্জ খেয়াঘাট সংলগ্ন গণশৌচাগারের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বস্তার ভেতরে তিনটি বক্সের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলো পেয়ের্ যাবকে খবর দেন তারা। এরপরর্ যাব-১১-এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
এদিকে, অস্ত্র উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। পরে তিনি শনাক্ত করেন এ অস্ত্রগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের অস্ত্র।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা রাইফেল ক্লাব থেকে এই অস্ত্র লুট করেছিল। উদ্ধার হওয়া এ আগ্নেয়াস্ত্রগুলো রাইফেল ক্লাবের অস্ত্র।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে র?্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহাবুদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনো যাদের কাছে আছে, তারা যেন দ্রম্নত প্রশাসনের কাছে জমা দেয়। প্রয়োজনে তাদের নাম-ঠিকানা গোপন রাখা হবে। কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র কোনো অপরাধীদের কাছে গেলে তারা এর অপব্যবহার করবে। তিনি লুট হওয়া অস্ত্রগুলো ফেরত দেওয়ার আহ্বান জানান।