শেখ হাসিনাকে দেশে এনে বিচার দাবি সিলেট বিএনপির

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

সিলেট অফিস
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তার দোসররা দেশের নিরীহ ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করেছে। এখন সারাদেশে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে রয়েছেন। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাজার হাজার তরুণকে গণহত্যার দায়ে বিচার করতে হবে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচারবিরোধী গণ-অভু্যত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে লাইফসাপোর্টে থাকা ১০ম শ্রেণির ছাত্র রাইহান আহমদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের আশ্বাসে দেশবাসী আশ্বস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আহত সবার বিনা খরচের চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টিকে দেশবাসী ইতিবাচকভাবে নিয়েছেন। অবিলম্বে গণখুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি আশা করেন গুম-খুনের রানি গণখুনি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআলস্নাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন ও কোহিনুর আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন প্রমুখ।