সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
শপথ নিলেন আপিল বিভাগের চার বিচারপতি
যাযাদি রিপোর্ট
আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতিদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চার বিচারপতিকে শপথবাক্য পড়ান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, আইনজীবী এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমিত আকারে শুরু ভারতীয় ভিসা
সেন্টারের কার্যক্রম
ম যাযাদি ডেস্ক
ঢাকায় সীমিত আকারে কার্যক্রম শুরু করেছে ভারতীয় ভিসা অ্যাপিস্নকেশন সেন্টার (আইভ্যাক)। সেন্টারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তবে শুধু পাসপোর্ট ডেলিভারির কাজ করবে আইভ্যাক।
নোটিশে বলা হয়েছে, পাসপোর্ট সংগ্রহের বিষয়ে আবেদনকারীদের কাছে বার্তা বা এসএমএস পাঠানো হবে। আবেদনকারীদের পাসপোর্ট সংগ্রহ করার জন্য এসএমএস পাওয়ার পরেই আইভ্যাকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
তারা আরও জানায়, সীমিত অপারেশনের কারণে প্রক্রিয়াটিতে আরও বেশি সময় নিতে পারে।
প্রসঙ্গত, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে গত বুধবার ৭ আগস্ট থেকে আইভ্যাক তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
নোয়াখালীর ৪নং
কূপে চার স্তরে
গ্যাসের সন্ধান
ম নোয়াখালী প্রতিনিধি
গ্যাস অনুসন্ধান ও কূপ খননে আরেকটি সাফল্য দেখিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপেস্নারেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। রাষ্ট্রায়ত্ত গ্যাস প্রতিষ্ঠানটি এবার নোয়াখালীর বেগমগঞ্জ ৪নং কূপের খনন শেষে চারটি স্তরে গ্যাসের সন্ধান পেয়েছে।
সোমবার রাতে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন অধিকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে
বলেছেন, কূপের প্রতিটি স্তরে কি পরিমাণ
গ্যাস মজুদ রয়েছে তা নিশ্চিত হওয়ার
জন্য পরীক্ষা করা হবে।
তিনি জানিয়েছেন, গত ২৯ এপ্রিল জেলার সোনাইমুড়ী উপজলায় অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামে কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ হয় ১২ আগস্ট। পরে আগুন দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে কূপটির ৪টি জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদ'র মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে বলে আশা করছে বাপেক্স।
বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এ কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছেন। পরীক্ষার পর জাতিকে একটা ভালো খবর দিতে পারবে বলে আশা করছে বাপেক্স।