যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু আন্তঃনগর ট্রেন কাল
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পটপরিবর্তনের অস্থির সময় পেরিয়ে সারাদেশে আবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই। মঙ্গলবার শুরু হয়েছে লোকাল, কমিউটার, মেইল ট্রেন চলাচল। আগামীকাল বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তঃনগর ট্রেনও যাত্রী পরিবহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন মঙ্গলবার বলেন, সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কয়েকটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। বলাকা, দেওয়ানগঞ্জ কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, মহুয়া এক্সপ্রেস, তুরাগ, কর্ণফুলী এবং তিতাস কমিউটার সকালে ছেড়ে গেছে। একইভাবে ঢাকার দিকেও নির্ধারিত ট্রেনগুলো ছেড়ে আসছে।
এদিকে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্র্বর্তী সরকারের প্রথম কার্যদিবস রোববার রেলভবনে এক সভায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত হয়। আর আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় পরদিন বিকাল ৫টা থেকে।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই মঙ্গলবার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
পরদিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে ১৮ জুলাই 'কমপিস্নট শাটডাউন' কর্মসূচির দিন সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। রেলপথের টঙ্গী- ভৈরব অংশের নরসিংদীতে রেললাইন তুলে ফেলা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করা হয়। নিরাপত্তাহীনতার মধ্যে সেদিন দুপুরের পর দেশের বিভিন্ন রুটের ট্রেনের সব যাত্রা বাতিল ঘোষণা করা হয়। এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চালুর পরিকল্পনার কথা জানায় বাংলাদেশ রেলওয়ে।
তবে সেদিনও কোনো ট্রেন চলাচল করেনি। সেদিন রেলভবনে এক বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক না হলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় রেলপথ মন্ত্রণালয়।
১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু দুদিন চলার পর ৩ আগস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা অসহযোগের ডাক দেওয়ায়। সেই আন্দোলনেই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু : এদিকে আমাদের চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তঃনগর ট্রেন চলাচল। এর আগে গত সোমবার চট্টগ্রাম থেকে তিনটি কন্টেনারবাহী ট্রেন এবং পাঁচটি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে দুটি লোকাল ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে। বিকালেও দুটি ট্রেন ছেড়ে গেছে এবং রাতে আরও একটি ট্রেন যাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে গেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে। ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রামে স্টেশন ছেড়ে যায়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিকাল সাড়ে ৫টায় নাজিরহাট লোকাল ট্রেনটি ছেড়ে যায়। রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ঢাকা মেইল ট্রেন। এ ছাড়া চট্টগ্রাম স্টেশন থেকে বেলা ১২টায় হাটহাজারী ও দোহাজারীর উদ্দেশ্যে দুটি মালবাহী ট্রেন ছেড়ে গেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সরেজমিন দেখা যায়, ট্রেন চলাচল শুরুর প্রথম দিনে স্টেশনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। যা এতদিন ফাঁকা ও নীরব ছিল। সকাল থেকে কুলি-মজুরদের উপস্থিতিও বাড়তে থাকে। ট্রেন ধরার জন্য আসতে শুরু করেন যাত্রীরা। পস্ন্যাটফর্মে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল ছিল। ট্রেনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।
জানা যায়, গত সোমবার সারাদিনে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে হ পৃষ্ঠা ১৫ কলাম ৪
তিনটি কন্টেইনারবাহী ট্রেন ঢাকা কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দোহাজারী ও হাটহাজারীতে পাঁচটি তেলবাহী ওয়াগন (তেলের গাড়ি) ছেড়ে গেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ৯ দিন বন্ধ থাকার পর আজ (মঙ্গলবার) চট্টগ্রাম থেকে লোকাল ট্রেনগুলো চলাচল শুরু করেছে। ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় যাত্রীর সংখ্যা কম থাকলেও একেবারে খুব একটা খারাপ না। প্রথম দিনের হিসেবে যাত্রীসংখ্যা সন্তোষজনক ছিল। তবে ধীরে ধীরে যাত্রী বাড়বে। যাত্রীদের সুষ্ঠু সুন্দর পরিবেশে ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে আমরা বন্ধ পরিকর। এ ছাড়া আগামী ১৫ আগস্ট থেকে চলাচল করবে আন্তঃনগর ট্রেন।