সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
শাহ আমানত বিমানবন্দর
বিদেশ পালানো
ঠেকাতে নজরদারি
জোরদার
ম যাযাদি ডেস্ক
সন্ত্রাস-নৈরাজ্যে জড়িত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিদেশে পালানো ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে তারা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতার বিদেশ যাওয়া ঠেকিয়ে দিয়ে সেনাবাহিনীর হাতে তাদের সোপর্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রম্নপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, 'গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগ করেন। ছাত্র-জনতার ওপর হামলা ও সহিংসতায় জড়িত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশত্যাগ করতে পারেন- এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে দেশত্যাগে বাধা দেওয়া হয়।'
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ৭ আগস্ট সৌদি আরবে যাওয়ার পথে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটকে দেওয়া হয়। ১০ আগস্ট দিল মোহাম্মদ নামে ফেনীর এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এ দুজনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।
এ ছাড়াও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে গত ৯ আগস্ট দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, 'চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি-হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে প্রশাসনের প্রতি আমরা এ দাবি করেছি। প্রশাসন এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে।'
এইচএসসিসহ কারিগরিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি
ম যাযাদি ডেস্ক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন দুই বছর মেয়াদি এইচএসসি (বিএমটি), এইচএসসিসহ (ভোক) চলমান সবগুলো ট্রেডে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২০ আগস্ট পর্যন্ত ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চার বছর মেয়াদি ডিপেস্নামা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপেস্নামা ইন টেক্সটাইল, ডিপেস্নামা ইন কৃষি, ডিপেস্নামা ইন ফিসারিজ শিক্ষাক্রমের এবং দুই বছর মেয়াদি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোক), ডিপেস্নামা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
ভর্তি আবেদন ফি প্রদানের পদ্ধতিসহ আবেদনের নিয়মাবলি ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে জানিয়ে একই বিজ্ঞপ্তিতে ভর্তিবিষয়ক যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে ০১৩২২-৮৩০৩০৮ অথবা ৩০১৩২২-৮৩০৩০৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এ ছাড়া বর্ণিত শিক্ষাক্রমগুলোতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে অবগত করা হবে বলেও জানানো হয়েছে একই বিজ্ঞপ্তিতে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে আন্তবোর্ড সমন্বয় সভায় ভর্তি স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।