টেকনাফে ২৮ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ২৯.১৫ কেজি স্বর্ণালঙ্কারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃতরা হলো- উখিয়া ১৩নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান এবং মিয়ানমার মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক। রোববার দুপুরে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবর পাওয়া যায় উপজেলা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুত রেখেছে। পরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার এবং বাংলাদেশী টাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা রাখা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে সরকারি কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।