শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ গোপালগঞ্জ আ'লীগের

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ গোপালগঞ্জ আ'লীগের

গোপালগঞ্জে সেনা সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সভা করেছে জেলা আওয়ামী লীগ। রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় মিলিত হয় তারা।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুজিব প্রেমী জনতাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানিয়েছেন।

তিনি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনীকে আমরা প্রতিপক্ষ না ভেবে তাদের কাজ করতে সহায়তা করব। শনিবার গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তিনি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, এর পরেও যদি কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আওয়ামী লীগ তার দায় দায়িত্ব নেবে না। সেই দায় তাকেই বহন করতে হবে।

তিনি জানান, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে, এ বছরও সেই ভাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানও পালন করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ সেনা সদস্যসহ ১৫ জন আহত হন। এসময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে