শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

হাছান মাহমুদ ও পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

যাযাদি রিপোর্ট
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
হাছান মাহমুদ ও পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গত বৃহস্পতিবার ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফআইইউয়ের একজন কর্মকর্তা।

তিনি বলেন, হাছান মাহমদ, তার স্ত্রী নুরান ফাতেমা এবং তাদের মেয়ে নাফিসা জুমইয়ানি মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি। সবশেষ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলিয়ে আসা হাছান এর আগে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন। এর আগে ২০০৯ সালে মাস ছয়েক তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চেয়ারে ছিলেন।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে