চট্টগ্রামে আরএনবি'র ১১ দফা ও আনসার সদস্যদের বিক্ষোভ

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চাকরি জাতীয়করণের দাবিতে রোববার হাইকোর্টের সামনের সড়কে বিক্ষোভ করেন আনসার সদস্যরা -ফোকাস বাংলা
চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কয়েকশ' সাধারণ আনসার বিক্ষোভ করেছে তাদের জাতীয়করণের দাবি জানিয়ে। রোববার দুপুর ১২টার দিকে সাদা পোশাকে অর্ধশতাধিক রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা চট্টগ্রাম স্টেশনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আরএনবি'র দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ২০১৬ সালের ২নং আইন অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২নং অনুচ্ছেদ অনুসারে রেলওয়ে নিরাপত্তা বাহিনী একটি শৃঙ্খলা বাহিনী। অন্যান্য বাহিনীর মতো আমরা সব ধরনের সুযোগ-সুবিধা চাই। আধুনিকায়ন করার জোর দাবি জানাচ্ছি। আগামী ৭ দিনের মধ্যে আমাদের ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে কর্মস্থল ত্যাগসহ কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি। এদিকে, রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কয়েকশ' সাধারণ আনসার তাদের জাতীয়করণের দাবি জানিয়ে বিক্ষোভ করে। এ সময় আনসার সদস্য তৌহিদুল ইসলাম বলেন, 'আমরা আনসার সদস্যরা প্রশিক্ষিত এবং স্মার্টকার্ডধারী। দেশের সম্পদ রক্ষার্থে কাজ করি। অথচ তিন বছর পর আমরা বেকার হয়ে যাই। কয়েক মাস বেকার থাকার পর আবার অগ্রাধিকারভিত্তিতে কাজে নেওয়া হয়। অথচ আমাদের চেয়ে কম কাজ করে ব্যাটালিয়ান আনসাররা। এখন থানায় পুলিশ নেই। আমরা নির্দেশনা মেনে থানা পাহারা দিচ্ছি। সড়কে ট্রাফিকের কাজ করছি।' আনসার সদস্য মফিজুল ইসলাম বলেন, আমাদের সারাদেশে প্রায় ৬০ হাজার সদস্য। অথচ এই বাহিনীকে জাতীয়করণের দাবি দীর্ঘদিনের হলেও সরকারের উচ্চ দপ্তরে তোলা হয়নি। আমরা দেশের সেবা করি। কোনো অস্থিরতা চাই না। কোনো উপায় না দেখেই এখন এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। সারাদেশের অঙ্গীভূত সাধারণ আনসাররা রাস্তায় নেমেছে। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব।