শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

লালমনিরহাটে সংখ্যালঘুর ওপর হামলার খবরটি গুজব :বিজিবি

লালমনিরহাট জেলা প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৪, ০০:০০
লালমনিরহাটে সংখ্যালঘুর ওপর হামলার খবরটি গুজব :বিজিবি

লালমনিরহাটে সংখ্যালঘুর ওপর কোনো হামলা হয়নি, এটি গুজব। দেশকে অস্থিতিশীল করতে কোনো স্বার্থান্বেষী মহল এ গুজব ছড়িয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন।

শনিবার দুপুরে লালমনিহাটের হাতীবান্ধা থানা হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বিজিবির অতিক্তি পরিচালক বলেন, আপনাদের ওপর এখন পর্যন্ত কোনো হামলা হয়নি, আর কোনো হামলাও হবে না। আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিজ নিজ বাসাবাড়িতে থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। যোগাযোগ রাখলে আমরা আপনাদের নিরাপদ রাখতে পারব। দেশে কোনো সংখ্যালঘু নেই। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য যেকোনো ধর্মের যারা রয়েছেন আমরা সবাই বাংলাদেশি। বিজিবি ও বিওপির ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারও ওপর কোনো ধরনের আঘাত আসেনি।'

এ সময় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত শুক্রবার দিনভর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তের ৯০৯ নম্বর পিলার এলাকায় জমায়েত হন সংখ্যালঘুরা। পরে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে