শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নরসিংদীতে সাড়ে ৮৮ লাখ টাকাসহ আটক ৩

নরসিংদী প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৪, ০০:০০
নরসিংদীতে সাড়ে ৮৮ লাখ টাকাসহ আটক ৩

নরসিংদীতে সাড়ে ৮৮ লাখ টাকা জব্দসহ তিনজনকে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের সময় টাকা বোঝাই একটি প্রাইভেটকারে ওই টাকা বহন করা হচ্ছিল। টাকার সঠিক মালিকানার তথ্য-প্রমাণাদি দিতে না পারায় প্রাইভেটকারের চালক ও দুই আরোহীকে গাড়িসহ আটক করা হয়। আটকরা নরসিংদী জেলা প্রশাসন, আনসার ভিডিপি এবং সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।

আটক হওয়া প্রাইভেট কারটির নম্বর ঢাকা মেট্রো খ ১৩-১৬৫২। চালকের নাম জুলহাস মিয়া, তার পিতার নাম নুরু মিয়া। দুই আরোহী হলেন রাসেল আহমেদ ও মনির হোসেন। এরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তারা টাকা বোঝাই গাড়ি নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নরসিংদীর সাহেপ্রতাব এলাকায় তারা ছাত্রদের ট্রাফিক কন্ট্রোলের কবলে পড়ে। এ সময় প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে দায়িত্বরত শিক্ষার্থী ও আনসার সদস্যরা এটি আটক করেন। প্রাইভেটকারে থাকা একাধিক কালো রঙের ব্যাগের বিষয়ে জানতে চাইলে তারা টাকা আছে বলে স্বীকার করেন। তবে টাকার মালিক সম্পর্কে তারা কোনো জবাব দিতে পারেননি।

ঘটনা জেনে, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট মো. জাহিদুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং সেনাবাহিনী ও জেলা প্রশাসনকে জানান। সেনা সদস্যদের সহায়তায় টাকা ভর্তি প্রাইভেটকারসহ তাদের আটক করে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে আসে। সেখানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গণনা করে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী জানান, টাকাগুলো সিলগালা করে ট্রেজারিতে সংরক্ষণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে