দলীয়ভিত্তিক বিচারব্যবস্থাকে রুখে দিতে ও ক্যাম্পাসে অপরাজনীতি বন্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় বটতলা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে গিয়ে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা 'লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'খুনি হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন'সহ বিভিন্ন স্স্নোগান দিতে থাকেন।
আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, 'বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু কিছু অপশক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রপাগান্ডা সৃষ্টি করছে। ২৪-এর পরাজিত শক্তি স্বৈরাচার আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসররা এ ধরনের প্রপাগান্ডা সৃষ্টি করছে। আমরা তাদের সাবধান করে দিচ্ছি। আমাদের ভাইদের রক্তের সঙ্গে বেঈমানী করা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসরদের এ ক্যাম্পাসে কোনো জায়গা হবে না।'