শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

জনগণের অধিকার

রক্ষায় কাজ

করবে সরকার

নতুন অ্যাটর্নি জেনারেল

ম ঝিনাইদহ প্রতিনিধি

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের অধিকার রক্ষায় কাজ করবে সরকার। দেশের নাগরিক অধিকার ক্ষুণ্ন্ন হয় এমন কর্মকান্ড সরকার শক্ত হাতে প্রতিরোধ করবে।

শুক্রবার সকালে নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপারা গ্রামে তার বাবা মরহুম শেখ ইসরাইল মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, এ দেশে যেকোনো ধরনের অন্যায় যা নাগরিক অধিকারকে ক্ষুণ্ন করে, যা মানুষের অধিকারকে ক্ষুণ্ন করে তা আর হতে দেওয়া হবে না। যে জন্য মুগ্ধ, সাঈদরা স্বপ্ন দেখেছিলেন, মানুষের সেই অধিকার ক্ষুণ্ন করার যেকোনো পদক্ষেপ এ সরকার শক্ত হাতে প্রতিরোধ করবে।

মানুষের বাক স্বাধীনতা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তথ্য প্রযুক্তি অ্যাক্ট সম্পর্কে তিনি বলেন, এই সরকার দেশের মানুষের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সরকার। এ সরকার নিশ্চয়ই জনগণের এই অধিকারের জায়গাটাকে সবার আগে রেখে বিষয়টিকে অ্যাড্রেস করবে।

তার পরবর্তী পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করব। দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করব।

এর আগে সকালে তিনি গ্রামে এলে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন।

মোহাম্মদপুরে বাসার

ছাদ থেকে শটগান

উদ্ধার

ম যাযাদি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসার ছাদে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে শটগানটি পাওয়া যায়। এ সময় ভুলবশত তারা একটি গুলিও করে। তবে এতে কোনো হতাহত হয়নি।

১৪ বছর বয়সি নুর আলম বলে, 'আমি আমার ছোট দুই ভাই রিফাত ও সোহান পাশের বাসার গলির ভেতরে অস্ত্রটি দেখতে পেয়ে তুলে আনি। পরে আমরা সেটিকে ছাদের উপরে নিয়ে আসি। আনার পরে ভুলবশত চাপ দিলে একটি গুলি বের হয়। এরপর আমার বাবা খবর পেয়ে সবাইকে জানান। সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে অস্ত্রটিকে নিয়ে যায়।'

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম সংবাদ মাধ্যমকে বলেন, 'আমরা খবর পেয়ে এখান থেকে একটি শটগান, একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করি।'

তিনি সবার উদ্দেশে বলেন, 'এসব অস্ত্র আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আপনাদের কাছে এখনো যদি কোনো অস্ত্র থেকে থাকে সেগুলো আমাদের কাছে জমা দিয়ে দেন। অন্যথায় কয়েকদিনের মধ্যে ঘোষণা আসলে আমরা এই অস্ত্র কারো কাছে পেলে তাদের শাস্তির আওতায় আনা হবে।'

বেরোবি উপাচার্যের

পদত্যাগ

ম বেরোবি প্রতিনিধি

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ

করেছেন- এ সংক্রান্ত একটি পত্র তিনি

রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ,

তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত

পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে