শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

তবুও হামলা-ভাঙচুর-লুটপাট

ছাত্র-জনতার রাত জেগে পাহারা অরাজকতা ঠেকাতে দেশের বিভিন্ন জায়গায় কমিটি
যাযাদি রিপোর্ট
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ -যাযাদি

বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে শুরু হওয়া হামলা, ভাঙচুর ও লুটপাট প্রতিরোধে সেনাবাহিনী-বিজিবি ও আনসারের টহল জোরদার করা হলেও এসব অরাজকতা ও অপরাধমূলক অপতৎপরতা এখনো বন্ধ হয়নি। গত ২৪ ঘণ্টায় দেশের অন্তত ২৫টি জেলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

জানা গেছে, দেশের ২২ জেলার শিল্পকলা একাডেমি, একাধিক প্রেস ক্লাব, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বাড়িসহ বিভিন্ন ব্যক্তি ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে শিল্পকলা একাডেমির ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, 'হামলায় ভাঙচুর করা হয়েছে সব ধরনের বাদ্যযন্ত্র, অডিটরিয়াম। অফিসের ক্যামেরা, প্রজেক্টর, কম্পিউটার লুটপাট হয়ে গেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শিল্পকলা একাডেমির কাগজপত্র। জেলা-উপজেলা পর্যায় থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, সবমিলিয়ে ২২টির বেশি শিল্পকলা একাডেমিতে এ হামলার ঘটনা ঘটেছে।'

তিনি আরও বলেন, হামলাকারীরা নিজেদের আড়াল করতেই সম্ভবত শিল্পকলা একাডেমিতে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। যাতে করে অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়। হামলায় আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। ঢাকায় অবস্থিত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সেনাবাহিনীর ক্যাম্প থাকার কারণে এটি সুরক্ষিত আছে। বৃহস্পতিবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই শিল্পকলার কর্মকর্তারা নিয়মিত অফিস করা শুরু করেননি বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।

জানা গেছে, ঢাকায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীও শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে অফিসে আসছেন না। তাকে ফোন করলেও সাড়া মেলেনি।

তিনি আরও জানান, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সেখানে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে অন্তত ৫০ লাখ টাকা। অন্যদিকে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি থেকে মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন জেলার কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

তিনি জানান, সন্ত্রাসীরা তালা ভেঙে টাকা, প্রজেক্টর, ক্যামেরা, কিবোর্ড, বক্স-ক্যাবল, তানপুরাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

এছাড়া ৪ আগস্ট সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অফিসকক্ষসহ মনসুর আলী অডিটরিয়ামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, লুট করা হয় মালামাল।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দ্রম্নত সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এছাড়া ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে হামলা করে ভাঙচুর করা হয়েছে। নওগাঁ জেলা শিল্পকলা একাডেমিতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী কমপেস্নক্সে হামলা ও চুরির ঘটনা ঘটেছে। লাইট, তারসহ বিভিন্ন সরঞ্জামাদি চুরি হয়ে গেছে। জামালপুরের মেলান্দহ উপজেলা শিল্পকলা একাডেমিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার মাদারীপুরের শিবচর উপজেলা শিল্পকলা একাডেমিতে কয়েকদফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও লক্ষ্ণীপুর, শেরপুর, বরগুনা, সুনামগঞ্জ, রংপুর, খুলনা, মানিকগঞ্জ, কুড়িগ্রাম ও টাঙ্গাইলের বিভিন্ন শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। হামলার আশঙ্কায় ভয়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে যাচ্ছেন না।

আমাদের সিংড়া ও গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, গত ৫ আগস্ট প্রথম দফায় এবং বৃহস্পতিবার দিবাগত রাতে দ্বিতীয় দফায় নাটোরের সিংড়ায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসা এবং গুরুদাসপুরে সাংবাদিক আনিসুর রহমানের মালিকানাধীন 'আনন্দ সিনেপেস্নক্সে' হামলা-ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার সন্ধ্যায় পলক ও তার শ্যালক সাবেক শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেলের বাসায় ও গরুর খামারে হামলা হয়। প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করা হয়। লুটে নেয় গরু, মহিষ, স্বর্ণের অলংকার ও নগদ টাকা।

একই সময়ে থানা মোড়ের পাশে থাকা বিভিন্ন কোম্পানির প্রসাধনী সামগ্রীর গুদাম লুট হয়। নিংগইন বালু ব্যবসায়ী অফিস ঘরসহ ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে সন্ত্রাসীরা। সেখানে থাকা মাটি কাটার একটি ভেকু ও একটি বড় মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়।

পরে সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করে সন্ত্রাসীরা। এদিকে গুরুদাসপুরে সাংবাদিক আনিসুর রহমানের মালিকানাধীন 'আনন্দ সিনেপেস্নক্সে' হামলার ঘটনা ঘটেছে। এ সময় হলের ভেতরে থাকা দুটি সার্ভার, দুটি প্রজেক্টর, ফ্যান, সাউন্ড সিস্টেমসহ আসবাবপত্র লুটপাট করা হয়। রাতে সিনেপেস্নক্স রক্ষায় 'জাজ মাল্টিমিডিয়ার' ভেরিফায়েড ফেসবুক পেজে সবার সহযোগিতা চাওয়া হয়।

সিনেমা হলটির মালিক মো. আনিসুর রহমানের দাবি, 'আমার সঙ্গে কারও দ্বন্দ্ব নাই। রাজনীতিও করি না। এরপরও কেন সিনেপেস্নক্সে হামলা চালানো হলো। প্রশাসনকে জানিয়েছি। সহযোগিতা পাইনি। ভাঙচুর-লুটপাটে ৩০ লাখ টাকার মালপত্র লুট ও নষ্ট হয়েছে।'

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে অভিযোগ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট থেকে আমাদের সংবাদদাতা জানান, গত ৭ আগস্ট বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা প্রেস ক্লাবে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা প্রেস ক্লাবের চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে এবং দুটি ল্যাপটপ ও অফিসে থাকা নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। হামলায় দুই সাংবাদিক আহত হন। দুই সাংবাদিকের দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এছাড়াও জেলাটির বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ কার্যালয় ও বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

আমাদের বগুড়ার সোনাতলা প্রতিনিধি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সোনাতলা প্রেস ক্লাব ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ সাংবাদিকদের মারধর করে সন্ত্রাসীরা। এছাড়া সন্ত্রাসীরা সাংবাদিক নিপুণ আনোয়ার কাজল ও আব্দুস সালামের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে প্রেস ক্লাবের।

নরসিংদীর, মাদবদী থেকে আমাদের প্রতিনিধি জানান, গত ৭ আগস্ট রাতে মাধবদী ভগীরথপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে ব্যবসায়ী আলম হোসেন বাদলের বাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা বাড়িটির ১২টি কক্ষ ও কক্ষে থাকা আবসাবপত্র ভাঙচুর করে। এরপর তারা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, টিভি, মূল্যবান জিনিসপত্র লুট করে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে সন্ত্রাসীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়।

আমাদের ফেনী জেলার দাগনভূঁইয়া প্রতিনিধি জানান, গত ৫ আগস্ট রাতে দাগনভূঁইয়ার প্রবাসী নিজামুদ্দিনের ২৭ বছরের কষ্টের তৈরি বাড়ি নিজাম টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা। বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলে। বাড়ির কেয়ারটেকারকে মারধর করে। প্যারালাইসিসে আক্রান্ত নিজাম পরিবার নিয়ে অন্যত্র সরে যান।

বৃহস্পতিবার দিবাগত রাতে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় সোনাইলতলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মান্নান সরদারের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়। মান্নান সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য জসিম সরদার জানান, বেশ কয়েকটি মোটর সাইকেলে করে ২০/২৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। তার শিশুপুত্রের গলায় ছুরি ধরে বাড়ির মালামাল লুটে নিয়ে যায়। ভাঙচুর করেছে কয়েক লাখ টাকার জিনিসপত্র। মুক্তিযোদ্ধার দাবি, তাকে হত্যা করতেই হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা।

সংশ্লিষ্টরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে মাঠে নেই পুলিশ। এমন সুযোগে দুর্বৃত্তরা দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। সরকার পতনের পর থেকে ঢাকার মোহাম্মদপুর, উত্তরা, কলাবাগানসহ বেশ কয়েকটি জায়গায় গণডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। এমন ঘটনার পর ঢাকাসহ সারাদেশের পাড়ায় পাড়ায়, মহলস্নায় মহলস্নায় নিরাপত্তা কমিটি গঠিত হয়েছে। স্থানীয়রা নিজেদের স্বার্থেই এমন কমিটি গঠন করেছেন। কমিটির অধিকাংশ সদস্যই ছাত্র। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকার দারুসসালাম থানাধীন লালকুঠির বাসিন্দা ডেকোরেটর ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম জানান, ঢাকার অনেক এলাকায় চুরি-ডাকাতি হচ্ছে বলে জানতে পারছি। এমন পরিস্থিতিতে বাড়ির মালিক সমিতির সঙ্গে করণীয় নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকা পাহারা দিতে একটি দল গঠন করা হয়েছে। দলের অধিকাংশ সদস্যই ছাত্র। এছাড়া তরুণ, যুবক ও বিভিন্ন বয়সি মানুষও আছেন। এছাড়া আর কোনো উপায় আপাতত দেখছি না। এছাড়া দোকানদারদের রাত আটটার পর দোকানপাট বন্ধ করতে বলা হয়েছে। যদিও অধিকাংশ দোকানি আতঙ্কে সন্ধ্যার পরই দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। ছাত্ররা এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পরিশ্রম করছেন। তারা রাত জেগে মহলস্না পাহারা দিচ্ছেন। আবার খানিকটা ঘুমিয়েই বেরিয়ে পড়ছেন রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে। এভাবে কতদিন অল্প বয়সি ছাত্ররা পারবে তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন। বলেন, এভাবে দীর্ঘদিন কাজ করতে গেলে অনেকেই হয়তো অসুস্থ হয়ে পড়বে। কারণ অভ্যাসের একটি বিষয় আছে। ঢাকার অধিকাংশ আবাসিক ও পাড়া-মহলস্নায়ই একই অবস্থা। যেসব এলাকা সুরক্ষিত রাত দশটার সঙ্গে সঙ্গে সেসব এলাকার সব প্রবেশ গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। অপরিচিত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এত কিছুর পরও বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার কলাবাগান থানাধীন কাঠালবাগান এলাকায় ডাকাতির চেষ্টা হয়েছে। পরে জনতা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এরপর সারারাত পাহারা দেন স্থানীয়রা। এর আগে মোহাম্মদপুরের দুটি জায়গায় গণডাকাতির ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে