বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর
প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে বিশেষ দরখাস্ত মূলে জামিন আবেদন করা হলে দীর্ঘ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাড. কফিল উদ্দিন। তিনি বলেন, আমরা তার পক্ষে বিশেষ আবেদনমূলে জামিন আবেদন করেছি। দীর্ঘ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় করা মামলায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাবুলসহ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ওই বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। ২০২৩ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই বছরের ৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু হয়।