শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি রিপোর্ট
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মন্ত্রণালয় ও বিভাগের

৪২ জন পিআরওর

সংযুক্তি বাতিল

ম যাযাদি রিপোর্ট

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত ৪২ জন কর্মরত কর্মকর্তার সংযুক্তি বাতিল করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা প্রদান করা হলো।

উলেস্নখ্য, গত সোমবার ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন হয় সরকারের। এরপর থেকেই নিয়োগ বাতিল-পদায়ন ইসু্যতে নতুন নতুন প্রজ্ঞাপন ও আদেশ জারি হচ্ছে।

বঞ্চিত উপসচিবদের পদোন্নতির দাবি

ম যাযাদি ডেস্ক

জনপ্রশাসন মন্ত্রণালয় কার্যত প্রশাসন ক্যাডারের স্বার্থরক্ষার মন্ত্রণালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন একদল উপসচিব। তাদের দাবি, বেআইনিভাবে তাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে।

তারা অতি দ্রম্নত ক্যাডার নির্বিশেষে বৈষম্যহীন মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ার লক্ষ্যে প্রশাসন ক্যাডার ব্যতীত বিশেষজ্ঞ ২৫ ক্যাডারের বেআইনিভাবে পদোন্নতি বঞ্চিত উপসচিবদের পিএসসির মেধাতালিকা অনুযায়ী স্ব-স্ব ব্যাচের সঙ্গে জ্যেষ্ঠতা নিশ্চিতপূর্বক যুগ্মসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার 'বেআইনিভাবে পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডার ব্যতীত বিশেষজ্ঞ ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের উপসচিব' ব্যানারে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রশাসনিক কেন্দ্রবিন্দু হলো সচিবালয়। সচিবালয় অনেকগুলো মন্ত্রণালয়/বিভাগের সমন্বয়ে গঠিত। এর মধ্যে একটি মন্ত্রণালয় হলো জনপ্রশাসন মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের প্রধান কাজ হলো সরকারের সব মন্ত্রণালয়/বিভাগের জন্য মেধাভিত্তিক দক্ষ জনসম্পদ তৈরি ও ব্যবস্থাপনা। কিন্তু মন্ত্রণালয়টি কার্যত 'প্রশাসন' নামক একটি ক্যাডারের স্বার্থরক্ষার মন্ত্রণালয়ে পরিণত হয়েছে। ফলে সরকারের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ম যাযাদি ডেস্ক

রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই লেকে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় ৩১ আগস্ট মধ্যরাত থেকে হ্রদে মাছ আহরণে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ১২৭ দিন জাল নিয়ে পানিতে নামতে পারবেন জেলেরা।

কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর এই নিষেধাজ্ঞা জারি হয়। নিষেধাজ্ঞার এই সময় দক্ষিণ এশিয়ার বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহণ বন্ধ রাখা হয়।

তবে এ বছর তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত ২৪ জুলাই হ্রদে নামার প্রস্তুতিও নিয়েছিল জেলেরা। হ্রদের পানি বৃদ্ধি না পাওয়া মৎস্য শিকারের নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে