টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার
প্রকাশ | ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
টেকনাফ প্রতিনিধি
আবারও মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীর টেকনাফ ও শাহপরীর দ্বীপ উপজেলার বিভিন্ন সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার দুপুরে সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, 'পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারী বজায় রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে নাফ নদী ও সেন্ট মার্টিন্স এলাকায় যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে টেকনাফ, শাহপরী, বাহারছড়া, সেন্ট মার্টিন্স ও উপকূলীয় অঞ্চলে টহল জোরদার করা হয়েছে। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ নিয়মিত হাইস্পিড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে।'
তিনি আরও বলেন, 'টেকনাফ, শাহপরী, বাহারছড়া ও সেন্ট মার্টিনে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো প্রকার পরিস্থিতি মোকাবিলায় এবং জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।'
এদিকে মঙ্গলবার দুপুরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ৩১ জন রোহিঙ্গা সাগরে ডুবে যায়। এর মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৭ জন রোহিঙ্গা। এ ছাড়া সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে গত কয়েক দিনে দুই শতাধিক রোহিঙ্গা বিজিবির হাতে আটক হয়েছে।
উলেস্নখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসাত্মক অভিযান শুরু করে পুরো গ্রাম জ্বালিয়ে দেয়, লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়।