সহিংসতায় শাহাদৎবরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত কামনা সৈয়দ মাহবুবুর রহমানের
প্রকাশ | ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতায় শাহাদৎবরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত ও আহত গাজীদের আশু সুস্থতা কামনা করেছেন জৈনপুরী পীর সাহেব কেবলা আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান। একই সঙ্গে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্র-জনতাকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'হে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেশকে জালেম সরকারের কাছ থেকে মুক্ত করিয়াছ। তোমাদের এবং সেসব শিক্ষক, অভিভাবক, শ্রমজীবী এবং রাজনৈতিক নেতা ও আপামর জনসাধারণ- যারা দেশকে জুলুম, অত্যাচার, স্বৈরাচার থেকে মুক্ত করিয়াছ তাদের জানাই ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। বিশেষ করিয়া বাতেলের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া বার বার কারাবরণকারী রিজভী আহমেদ ও সব নেতাকর্মী ও সব দলকে একত্রিত হওয়ার আহ্বানকারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দলের নেতাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ- জামানকে।'
এ ছাড়া তিনি ধন্যবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর আসিফ নজরুলসহ আন্দোলনে সমর্থনকারী সব সাংস্কৃতিক দল ও সাংবাদিকদের।
তিনি বলেন, 'এ দেশে আর যাহাতে এক নায়কত্বের সরকার কায়েম না হয়, সেদিকে রাষ্ট্রপ্রধান ও সেনাবাহিনীকে সুদৃষ্টি রাখার ও সর্তক থাকার আহ্বান জানাই।' সংবাদ বিজ্ঞপ্তি