পুলিশে বড় ধরনের রদবদল

অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হতে রাষ্ট্রপতির নির্দেশ পুলিশের সব ইউনিটকে ২৪ ঘণ্টার মধ্যে যোগদানের নির্দেশ নবনিযুক্ত আইজিপির

প্রকাশ | ০৮ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
সরকারের পতন ও দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর পুলিশের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুলস্নাহ আল-মামুনকে সরিয়ে নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে মো. ময়নুল ইসলামকে। এদিকে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র?্যাব) মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয়েছে অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমানকে। আর ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। গণ-আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, তখন পুলিশের শীর্ষ পদে এসব পরিবর্তন আনা হলো। এদিকে, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম। এসময় দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হতে নির্দেশ দেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার এক সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সব ইউনিটকে কাজে যোগদানের নির্দেশ দেন নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম। সূত্র জানায়, মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ মহাপরিদর্শক পদে আব্দুলস্নাহ আল মামুনের সঙ্গে চুক্তি বাতিল করে। চৌধুরী আব্দুলস্নাহ আল মামুনের অবসরে যাওয়ার কথা ছিল দেড় বছর আগেই। তারপরও তাকে চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন শেখ হাসিনা। সর্বশেষ গত ৫ জুলাই আরও এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। মঙ্গলবার রাতেই নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ বাহিনীর নেতৃত্বে আনা হয় মো. ময়নুল ইসলামকে। তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (অতিরিক্ত আইজিপি) নিয়োজিত ছিলেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে পুলিশের এলিট ফোর্স র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র?্যাব) মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে সরিয়ে নেতৃত্বে আনা হয়েছে অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমানকে, যিনি এতদিন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ছিলেন। একই সঙ্গে ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। ব্যারিস্টার হারুন-অর-রশিদ এবং হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এদিকে, দেশের বর্তমান অরাজ পরিস্থিতিতে 'চেইন অব কমান্ড' বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশ দেন তিনি। পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, 'দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিরাজমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।' যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব ইউনিটে যোগদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। সারাদেশের পুলিশ সদস্যদের আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে স্ব স্ব পুলিশ লাইন্স, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়ে নতুন আইজিপি বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করতে পারেনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে যোগদানের নির্দেশনা দেওয়া হচ্ছে।' ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রম্নটি থাকার কথা স্বীকার করে নবনিযুক্ত এই আইজিপি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করেন। শিগগিরই থানার কার্যক্রম শুরু করবে পুলিশ এদিকে বুধবার দুপুরে পল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মো. আব্দুলস্নাহেল বাকী বলেন, 'পুলিশ ২৪ ঘণ্টাই জনসাধারণের সেবায় নিযুক্ত সংস্থা। পুলিশ কখনও কর্মবিরতিতে যেতে পারে না।' বর্তমান পরিস্থিতি দ্রম্নত মোকাবিলা করে দ্রম্নত সময়ের মধ্যে তারা থানা ও পুলিশের কার্যক্রম শুরু করে জনগণের সেবায় কাজ করবেন বলেও জানান তিনি। আব্দুলস্নাহেল বাকী বলেন, 'পুলিশ জনগণের বন্ধু। তবে হাসিনার সরকার ও তার দলীয় রাজনৈতিক রোষানলে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। পুলিশকে দিয়ে মানুষের ওপর নির্যাতন ও অন্যায় কাজ করা হয়েছিল। সেই সময় আর আসতে দেওয়া হবে না।' তিনি আরও বলেন, 'হাসিনা সরকারের সময়ে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে। যার ফলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে অনৈতিক কাজ করতে বাধ্য ছিল। তারাই মঙ্গলবার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। তবে পুলিশ কখনও কর্মবিরতিতে যেতে পারে না। এটা পুলিশের ইতিহাসে এই প্রথম। আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করছি। দ্রম্নত সময়ে আমাদের কার্যক্রম শুরু করে জনগণের সেবায় কাজ শুরু করব।' সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি পুলিশ পরিদর্শক আব্দুলস্নাহেল বাকী বলেন, 'বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীনতম সংগঠন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এ সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা সবাই অবগত আছেন, ছাত্র-জনতার গণঅভু্যত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে। যেসব পুলিশ সদস্য খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সবাই আজ গা-ঢাকা দিয়ে আছে।' নিরীহ-নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন উলেস্নখ করে তিনি বলেন, 'এই ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশকিছু সংখ্যক সদস্য ৬ আগস্ট সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হই। সমিতির বর্তমান কার্যনিবাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এমতাবস্থায় সহজেই অনুমিত হয়, পতিত স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছেন। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সব সদস্যের সর্বসম্মতিক্রমে পূর্বের কার্যনিবাহী কমিটি বিলুপ্ত করে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।' নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক মো. আব্দুলস্নাহেল বাকীকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে উলেস্নখ করে আরও বলা হয়, বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম পরিচালিত হবে। সমিতির সদস্যরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করেছে যে, বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অস্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা ইতোমধ্যে ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে সব পুলিশ সদস্যদের ৬ আগস্ট হতে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করার ঘোষণা প্রদান করা হয়েছে। অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনিবাহী কমিটি মনে করে, এমন কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে। পুলিশ জনগণের সেবক। দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এমন দায়িত্ব-জ্ঞানবর্জিত কাজ সম্পূর্ণরূপে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি। নতুন বিজয়ের এ আনন্দ যাতে কোনোভাবেই ম্স্নান না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সব পুলিশ সদস্যের উদাত্ত আহ্বান করা যাচ্ছে। 'আমরা আরও ঘোষণা করছি, গণধিকৃত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রম্নতিবদ্ধ।'