সংঘর্ষের মধ্যে
ফিরছিলেন বাসায়
মিলল লাশ
ম যাযাদি ডেস্ক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে পড়েছিলেন বলে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ২২ বছর বয়সি তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটি গ্রামের মো. আবদুর রশিদের ছেলে। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, তোফাজ্জল কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় জৈনাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল। সংঘর্ষ শেষে তোফাজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের সঙ্গে
রেল যোগাযোগ বন্ধ
করেছে ভারত
ম যাযাদি ডেস্ক
গণআন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার প্রেক্ষাপটে দেশে উদ্ভূত উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সঙ্গে সব ট্রেন যোগাযোগ বন্ধ করেছে ভারত।
সোমবার বিকালে ভারতীয় রেলওয়ের এক মুখপাত্রের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স ও ইকোনোমিক টাইমস।
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে তিনটি ট্রেন। এগুলো হচ্ছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন। ট্রেনগুলোর চলাচল বন্ধের কথা জানানো হলেও কখন চালু হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বাংলাদেশে গেল জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা হলে তা রূপ নেয় সরকার পতনের এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবরের পর ঢাকার রাস্তায় মিছিল বের করে আনন্দ-উলস্নাস করছে মানুষ। আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও স্থাপনায় অগ্নিসংযোগের খবর এসেছে।
চলমান পরিস্থিতিতে অন্তর্র্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।