কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ঢাকার নতুনবাজারের ভাটারায় গুলিবিদ্ধ এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার রাত সোয়া ৩টায় হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ১৭ বছর বয়সি মোহাম্মদ ইমন মারা গেছেন।
ইমনের গ্রামের বাড়ি কুমিলস্নার মুরাদনগর উপজেলায়, তার বাবার নাম মো. সেলিম।
ভাটারা এলাকার একটি হোটেলের কর্মচারী ছিলেন ইমন, ঢাকায় বড় বোন তাহমিনার সঙ্গে বাড্ডায় থাকতেন তিনি।
গত ১৯ জুলাই বাসা থেকে বের হয়ে ওই হোটেলে যাওয়ার পথে নতুনবাজার এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে ইমন গুলিবিদ্ধ হয়েছিলেন বলে তাহমিনা জানান।
তিনি বলেন, 'আমরা দুই ভাইবোন।
ইমন আমার ছোট। ওইদিন ইমনের পেটে
গুলি লাগে। গুলি ইমনের পেটের এক
পাশ ঢুকে আরেক পাশ ফুটা করে বের
হয়ে যায়।'
ওই সময় স্থানীয়রা ইমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে বলে জানান পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ময়নাতদন্তের জন্য ইমনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও
জানান তিনি।