অনলাইন শিক্ষামূলক পস্ন্যাটফর্ম টেন মিনিট স্কুল তাদের সব ধরনের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
শুক্রবার মধ্যরাতে টেন মিনিট স্কুলের ফেসবুক পেজে জানানো হয়, 'স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।'
চলমান আন্দোলনে শিক্ষার্থীদের 'সর্বাত্মক অসহযোগ' কর্মসূচি আসার পর এই ঘোষণা দিল টেন মিনিট স্কুল, তবে ক্লাস বন্ধ রাখার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জানতে টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে ফোন করা হলেও তিনি ধরেননি।
টেন মিনিট স্কুলে সরকার বিনিয়োগ করে এলেও কোটা সংস্কার আন্দোলনের মধ্যে তা বাতিল করা হয়। কোটা বাতিলের পক্ষে আয়মান সাদিকের অবস্থান সামনে আসার পরই এই পদক্ষেপ নিয়েছিল সরকার।
গত ১৬ জুলাই বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে ঘোষণা দেয়- 'টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।'
এর পরপরই ওই পোস্ট নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সে সময় পলক বিনিয়োগ বাতিলের কারণ স্পষ্ট করে বলেননি। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, 'দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।'