বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ককশিটের ভেতরে

মিলল যুবকের

মরদেহ

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককশিটের ভেতর থেকে নুরুন্নবী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিলস্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১২টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা সড়কে অবস্থিত সবজি আড়তের পাশে ওভার ব্রিজের নিচে ককশিটের ভেতর থেকে নুরুন্নবী নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে থাকতেন শনিরআখড়া এলাকায়।

তিনি আরও জানান, নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ককশিটের ভেতরে মরদেহ রেখে গুম করার জন্য ওই স্থানে ফেলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিদু্যৎস্পৃষ্টে প্রাণ

গেল মুয়াজ্জিনের

ম যাযাদি ডেস্ক

চন্দনাইশে ফজরের আজান দিতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান নামের এক মুয়াজ্জিনের মৃতু্য হয়েছে। শুক্রবার ভোরে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

ফজরের নামাজ পড়তে আসা স্থানীয় মুসলিস্নরা মুয়াজ্জিনকে পড়ে থাকতে দেখেন। আরিফুর রহমান দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামিরজুরী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি ধর্মপুর দরবার শরিফ হেফজখানা থেকে কোরআনে হাফেজ শেষ করেন।

স্থানীয় ব্যবসায়ী কাজী হাসান জানান, ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পর তিনি হয়তো লাইট জ্বালাতে সুইচবোর্ডে হাত দেওয়ার পর বিদু্যৎস্পৃষ্ট হন। ঘটনার সময় মসজিদে কোনো লোক না থাকায় তাকে

উদ্ধার করতে পারেনি।

চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, পরিবারের কারও অভিযোগ

না থাকায় ময়নাতদন্ত ছাড়াই

মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাকায় মাদকবিরোধী

অভিযানে ৮ জন

গ্রেপ্তার

ম যাযাদি রিপোর্ট

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা, সাত গ্রাম হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা

দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে