সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আটক এইচএসসি
পরীক্ষার্থীদের জন্য
আইনজীবী নিয়োগ
ম যাযাদি ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশের হেফাজতে থাকা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে বুধবার রাতে নটর ডেম কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজসহ অন্তত ১৯টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন। তাদের দাবি গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা পরীক্ষায় বসবেন না।
যদিও এসব বিবৃতি বা ঘোষণার সঙ্গে সব শিক্ষার্থী একমত কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার কথা জানাল।
এদিকে, চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া শুরু হবে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ঢাকার বিভিন্ন এলাকায়
আজ ৯ ঘণ্টা গ্যাস
থাকবে না
ম যাযাদি ডেস্ক
পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আজ রাজধানীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধমন্দির, সবুজবাগ-সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে।
শাহজাহানপুরে ফ্ল্যাট থেকে অর্ধগলিত
মরদেহ উদ্ধার
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর শাহজাহানপুর নিজ ফ্ল্যাট থেকে এ কে এম ফখরুল আলম (৬৪) নামের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মৃতের ভাতিজা এ কে এম শফিউল আলম তার লাশ শনাক্ত করেন। পরে উত্তর শাহজাহানপুর পঞ্চমতলার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমবলেন, ধারণা করা হচ্ছে গত ২৪ জুলাইয়ের পর যেকোনো সময়ে ঘুমের মধ্যে তার মৃতু্য হয়ে থাকতে পারে। মৃতু্যর অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
মৃতের ভাতিজা এ কে এম শফিউল আলম জানিয়েছেন, তার চাচা ফখরুল আলম কারও সঙ্গে খুব একটা মিশতেন না। এক খালাতো ভাইয়ের বাসা থেকে খাবার এনে খেতেন। গত ২৪ জুলাই ওই বাসা থেকে খাবার নিয়ে বাসায় যান, এর পর থেকে আর খাবার আনতে বা খেতে যাননি। কয়েক দিন ধরে তিনি না আসায় তারা তার খোঁজ নিতে ফোন করেই তাকে পাচ্ছিলেন না। পরে ফ্ল্যাটে গিয়ে তার মরদেহ দেখতে পান।