কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে পরিষেবা স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে। এর দুই সপ্তাহ পর আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
কারফিউ শিথিল সময়ে এই ট্রেন চালানো হবে। ট্রেন চালু হওয়াকে সামনে রেখে স্টেশন ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার আলম রাজন এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপালস্নার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয় ঢাকা থেকে স্বল্প দূরত্বে কয়েকটি কমিউটার ট্রেন পরিচালনা করবে। যতক্ষণ কারফিউ শিথিল থাকবে, ততক্ষণই এই ট্রেনগুলো চলবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশ্যে তিতাস কমিউটার ছাড়াও ঢাকা থেকে নরসিংদী, টাঙ্গাইল, জয়দেবপুর, নারায়ণগঞ্জের মধ্যে কয়েকটি কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেন চলাচল করতে পারে।
রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, কমিউটার ট্রেনগুলো পরীক্ষামূলকভাবে পরিচালনা করে সার্বিক পরিস্থিতি নজরে রাখা হবে। এরপর ধীরে ধীরে আন্তঃনগর ট্রেনগুলো পরিচালনা শুরু করবে রেলওয়ে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে ১৮ জুলাই দুপুর থেকে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।