আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর
রিটের শুনানি হয়নি
ম যাযাদি রিপোর্ট
আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে মুক্তির আদেশ চেয়ে রিট আবেদনের গ্রহণযোগ্যতার শুনানি হয়নি বিচারকের অসুস্থতার কারণে।
বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর
শুনানি হওয়ার কথা ছিল।
আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন; তাই কোর্ট বসেনি। গত দুদিন শুনানির পর বুধবারও শুনানির জন্য ছিল আবেদনটি। সকাল থেকে আইনজীবী ও সাংবাদিকরা আদালতে এসে ভিড় করতে থাকেন। কোর্ট ওঠার সময় হলে জানানো হয়, বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ বসছেন না।
রিটের পক্ষে শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সারা হোসেন, অ্যাডভোকেট অনীক আর হক, অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।
আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো এবং কোটাবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়কারীর ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করেন আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের সেখানে বিবাদী করা হয়েছে।
মৎস্য উৎপাদনে
বাংলাদেশ বিশ্বে
পঞ্চম
ম যাযাদি ডেস্ক
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিগত ১৫ বছরে দেশের মৎস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম অবস্থানে আছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরও এগিয়ে যাবে।
বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফোনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়।র্ যালিটি চাঁদপুর-কুমিলস্না আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় জেলার ৪ মৎস্য খামারিকে পুরস্কার প্রদান ও নতুন করে নিবন্ধিত জেলেদের মাঝে
কার্ড বিতরণ করা হয়।