কাল থেকে বৃষ্টি বাড়ার আভাস

প্রকাশ | ৩১ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে। তবে দুপুর গড়াতেই সেই পরিস্থিতি পুরোপুরি বদলে রোদ ঝলমলে আকাশ দেখা গেছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজ বুধবারও দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কোথাও কমবে, আবার কোথাও বাড়তে পারে। এই কদিন আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে আগস্টের ২-৩ তারিখ ভারী বৃষ্টির আশঙ্কা আছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়। আর এ সময় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চট্টগ্রামে, ৫৯ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।