বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

জাতীয় পার্টির আয় বেড়েছে, কমেছে ব্যয়

ম যাযাদি রিপোর্ট

আয় বাড়লেও ২০২৩ সালে ব্যয় কমেছে

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। মঙ্গলবার দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার

নেতৃত্বে একটি প্রতিনিধিদল আয়-ব্যয়ের

হিসাব ইসিতে জমা দেন।

রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ২০২৩ সালে দলের আয় হয়েছে তিন কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। ব্যয় হয়েছে এক কোটি ১৩ হাজার ১৮ হাজার ৫২৫ টাকা।

ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে দুই কোটি ৯ হাজার ৬১ হাজার ৩০৬ টাকা।

২০২২ সালে দলটির আয় হয়েছে দুই কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছিল এক কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা।

২০২১ সালে আয় হয়েছে দুই কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। ব্যয় হয়েছিল ৮৪

\হলাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা

দেওয়ার বিধান রয়েছে।

মোহাম্মদপুরে ওয়ার্ড

আওয়ামী লীগ

নেতা খুন

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতা ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। নিহত কামাল হোসেন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক।

মোহাম্মদপুর থানার ওসি দীপক কুমার সাহা বলেন, অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত আনা হয়েছে বলে জানান।

এলাকায় কয়েকজন মিলে লুডু খেলার সময় তার ওপর হামলা হয় বলে জানিয়ে তিনি বলেন, তবে কারা এবং কেন তাকে হত্যা করলও এ বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই।

ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বলেন, কাটাশুর দুই নম্বর গলির মাথায় হামলার শিকার হন কামাল হোসেন।

বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ নতুন আইনের খসড়া প্রকাশ

ম যাযাদি ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত হচ্ছে। এ নিয়ে নতুন একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ)

নামকরণ করা হবে।

সোমবার এনটিআরসিএ'র ওয়েবসাইটে নতুন আইনের এই খসড়া প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ রহিতক্রমে এর বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসিএ'র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এ পরিচালিত হচ্ছে এনটিআরসিএ। তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন

ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৪

নামে অভিহিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে