দেশের ১৬ জেলায় মৃদু তাপপ্রবাহ
দেশের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এ সময় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বলে জানায় অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী ও বগুড়া জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের ১২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
নরসিংদী কারাগার
পরিদর্শন করল তদন্ত কমিটি
\হনরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা তদন্ত কমিটি কারাগার পরিদর্শন করেছে। রোববার সকালে তদন্ত কমিটির প্রধান ড. ফারুক আহমেদসহ ছয় সদস্যের প্রতিনিধিদল কারাগার পরিদর্শন করেন।
এ সময় তদন্ত কমিটির প্রধান ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী, কারাকর্মকর্তা ও কারারক্ষীদের সঙ্গে কথা বলেন।
এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, নতুন জেল সুপার শামীম ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে কারাগার চত্বরে তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব ফারুক আহমেদ বলেন, 'নরসিংদী জেলা কারাগারে হামলার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেকটাই সম্পন্ন হয়েছে। তাছাড়া বিভিন্ন সূত্রে প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি। প্রয়োজনে সময় বৃদ্ধির আবেদন করা হবে। তদন্ত শেষে আরও বিস্তারিত বলা যাবে।'
এদিকে রোববার সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হচ্ছে নরসিংদীর জনজীবন। অফিস-আদালত খোলার দিন নরসিংদীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের কর্মচাঞ্চল্য এবং গণপরিবহণের ভিড় লক্ষ করা গেছে। শহরের প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।