ঘূর্ণিঝড় রেমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ঘূর্ণিঝড় রেমালের আঘাতের দুই মাস পার হলেও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলজুড়ে চলছে হাহাকার। কয়রা, পাইকগাছা, দাকোপসহ খুলনা অঞ্চলের উপকূলজুড়ে পানির সংকট তীব্র আকার ধারণ করছে। চারদিক লবণ পানিতে সয়লাব হওয়ায় সুপেয় পানির জন্য বৃষ্টিই ভরসা। কিন্তু বর্ষা মৌসুমেও নেই প্রত্যাশিত বৃষ্টি। পানিবন্দি হওয়ার কারণে শিশুদের খেলার মতো জায়গাও নেই। নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাও। খোলা জায়গা ও নদীর তীরে মল ত্যাগের ফলে পরিবেশ আরও দূষিত হয়ে উঠছে। শিশু ও গর্ভবতী নারীরা পুষ্টি সংকটে ভুগতে শুরু করেছে।
স্বাস্থ্যকর্মীরা বলছেন, পুষ্টিকর খাদ্য সংকট আছে। কিন্তু তার প্রভাব এখনো দেখা যাচ্ছে না। রেমালের আঘাতের দুই মাসেও স্বাভাবিক হতে পারেনি খুলনার উপকূলে ক্ষতিগ্রস্ত প্রায় চার লাখ মানুষ।
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম বলেন, রেমালের আঘাতে বসতঘর, গোয়ালঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। গৃহপালিত পশু-পাখিও ক্ষতিগ্রস্ত হয়। ১৪টি হাঁস ও ৭টি মুরগি ছিল। যার সহায়তায় বছরে ১০-১৫ হাজার টাকা অতিরিক্ত আয় নিশ্চিত হতো। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চলত। রেমালে আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন টানাপড়েন চলছে। সরকারি-বেসরকারি সহায়তা পেলেও ৩০ হাজার টাকা লোন করতে হয়েছে। এর কিস্তি পরিশোধে চাপ রয়েছে। নোনায় সয়লাব সব, এখন দিনের আয় দিনে নিশ্চিত করতে কষ্ট করতে হচ্ছে। কিন্তু দিনের প্রয়োজনীয় অর্থ জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে। লোনের কিস্তি পরিশোধ করাও কঠিন হচ্ছে। এসএসসিতে ভালো ফলাফল করার পরও মেয়েকে শহরের ভালো কলেজে ভর্তি করাতে পারিনি। অর্থাভাবে তাকে গ্রামের কলেজেই রাখতে হয়েছে।
তেলিখালীর পিয়া বেগম জানান, স্বামীর আয়ের পাশাপাশি ২০টি হাঁস ও ১৫টি মুরগি পালনের মাধ্যমে বার্ষিক একটা বড় সাপোর্ট হতো। এখন রেমালের আঘাতে সব শেষ। ঋণ করে ঘর তুলে মাথা গোঁজার ঠাঁই হলেও সংসার চালাতে পারছেন না। ২ ছেলে নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। হাঁস-মুরগি দিয়ে পুষ্টি চাহিদা মেটাত। এখন লবণের কারণে খাবারই পাওয়া যাচ্ছে না, পুষ্টি নিয়ে চিন্তা করাই কঠিন।
সপ্তম শ্রেণির ছাত্র নাহিদ হাসান তেলিখালীর ভাঙা বাঁধ দেখিয়ে বলে, এই বাঁধ ভেঙে এই এলাকা লবণ পানিতে তলিয়ে গেছে। এই জমিতে খেলতাম। কিন্তু এখন খেলার জায়গা নেই। খাবার পানিরও সংকট। লবণ পানিতে সমস্যা হয়।