ডেঙ্গুতে আরও দুইজনের মৃতু্য, হাসপাতালে ৯৮
প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশে আরও দুইজনের মৃতু্যর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় আরও ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট চার হাজার ৯১০ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ৬১.০ শতাংশ পুরুষ এবং ৩৯.০ শতাংশ মহিলা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃতু্য হয়েছে, চলতি বছর তাদের নিয়ে মারা গেছেন ৫৩ জন।