কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, 'দেশে কারফিউ দেওয়া কোনো গর্বের বিষয় নয়। যারা সব চাইতে ব্যর্থ তারাই দেশে কারফিউ দেয়। আইসিইউতে যেমন রোগীকে শেষ চিকিৎসা হিসেবে কোমায় নেওয়া হয় তেমনি কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কোমায় দেওয়া। আমি এর তীব্র নিন্দা করছি।'
শনিবার দুপুর ১২টায় দেশে জারিকৃত কারফিউ শিথিলের সময় টাঙ্গাইল প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, 'হেলিকপ্টার থেকে বোমা ফেলা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হতে পারে না। ১৯৭১ সালে বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছিলেন তখন সোহরাওয়ার্দী উদ্যানের ওপর দিয়ে বোমা বহনকারী হেলিকপ্টার উড়ছিল। আর আজকে তো তার চেয়ে জঘণ্য কাজ হয়েছে, এটা ভালো কথা নয়।'
সংবাদ সম্মেলনে দেশের সব সাংবাদিকদের সাক্ষী রেখে কাদের সিদ্দিকী বলেন, 'সরকারকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে) অনুরোধ করব একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন। শুধু ১৪ দল দেশ নয়। দেশের অস্থিতিশীল পরিবেশ শান্ত করার জন্য, স্থিতিশীলতার জন্য যাকে যাকে দরকার সবাইকে ডাকেন। তাদেরকে ডেকে আলোচনা করে দেশে শান্তি স্থাপন করুন। জেদ নিয়ে থাকবেন না কারো জেদে দেশ চলতে পারে না।'
এ সময় কাদের সিদ্দিকীর বড়ভাই মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও ছোটভাই কালীহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।