মেট্রোরেলের বিদু্যতের
তারে সংযোগ সচল
মৃতু্যঝুঁকি
ম বিশেষ প্রতিনিধি
মেট্রোরেল ও স্টেশনগুলোতে বিদু্যৎ সংযোগ সচল রয়েছে। এতে মৃতু্যঝুঁকি দেখা দিয়েছে। তাই মেট্রোরেলের বিদু্যতের তারের কাছে জনসাধারণকে না যাওয়ার আহ্বান জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ডিএমটিসিএল।
শনিবার ডিএমটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে দুপুর ২টার দিকে পুলিশ বক্সের আগুন দেয় আন্দোলনকারীরা। এতে উপরে থাকা মেট্রোরেলের লাইনে আগুন পৌঁছে যায়। খবর পেয়ে অতি দ্রম্নত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় তাৎক্ষণিকভাবে মেট্রোরেলের চারটি স্টেশন চলাচল বন্ধ করা হয়।
মেট্রো চলাচল বন্ধ করা সেই স্টেশনগুলো ছিল মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া। শনিবার পর্যন্ত মেট্রোরেল
চলাচল বন্ধ ছিল।
মাদক ব্যবসায় বাধা
বৃদ্ধকে কিল-ঘুষি
মেরে হত্যা
ম যাযাদি রিপোর্ট
চট্টগ্রাম মহানগরীর চাটগাঁও এলাকায় সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে প্রদীপ নাথ (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে।
এ ঘটনায় ৬ জনকে আসামি করে একটি মামলা (নম্বর-১৮) দায়ের করা হয়েছে। আসামিরা হচ্ছেন- সুকলাল নাথ, বিজয় নাথ, কমল নাথ, সুদীপ্ত নাথ, স্বপন নাথ ও হৃদয় নাথ।
নিহতের স্বজনদের অভিযোগ, আসামিরা সবাই ভূমিদসু্য, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির। প্রদীপ নাথ তাদের এসব অপকর্মের প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। তারা প্রায়ই সংঘবদ্ধ হয়ে প্রদীপ নাথকে অপদস্ত করতেন। গত ১৮ জুলাই বৃহস্পতিবার আসামিরা তাকে একা পেয়ে হেনস্তা করেন। প্রদীপ নাথ এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার স্বজনরা তাকে দ্রম্নত
উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে
মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত প্রদীপ নাথ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তার বাবার নাম প্রসন্ন নাথ। বাড়ি চট্টগ্রামের চাটগাঁওয়ের নাথপাড়ায়।
মাদকবিরোধী অভিযানে
গ্রেপ্তার ২৪ জন
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন গোয়েন্দা ও অপরাধ বিভাগের এ অভিযানে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার সকালে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর আগে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
এসব অভিযানে ৫৩৮ পিস ইয়াবা, ৬৮ গ্রাম হেরোইন, ৩৭ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম আইস উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা করা হয়েছে
বলেও জানিয়েছে ডিএমপি।