সরকারের শেষ রক্ষা হবে না :বিএনপি
বিএনপি নেতা নজরুল নিপুণ ও ডাকসুর সাবেক ভিপি নুর আটক
প্রকাশ | ২১ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:৩৭
যাযাদি রিপোর্ট
শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে আটক করা হয়েছে। নজরুল ইসলাম খান ও নুরকে শুক্রবার রাতে এবং শনিবার সকালে নিপুণকে আটক করা হয়। এই আটকের ঘটনার সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'গ্রেপ্তার করে সরকারের শেষ রক্ষা হবে না।'
এদিকে, বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাজধানীতে সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নজরুল ইসলাম খানকে রাতেই
রাজধানীর বনানী থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ওই রাতেই রাজধানীর রামপুরা থেকে নুরুল হক নুরকের্ যাব আটক করে নিয়ে গেছে বলে জানান গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ। আর শনিবার রায়ের বাজারের নিজ বাসভবন থেকে নিপুণ রায় চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
ডিবি সূত্রে জানা গেছে, চলমান আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাসহ নানা অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নজরুল ইসলাম খানসহ বিএনপি ও সমমনা দলের প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে। তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নেতাদের গ্রেপ্তারের ঘটনায় শনিবার বিকালে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে নির্মমভাবে দমনের লক্ষ্যে আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের ওপর আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যা ও বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি আন্দোলনে সংশ্লিষ্টতার বানোয়াট অভিযোগে বিএনপিসহ বিরোধী দলমতের মানুষদেরও হয়রানির অপকৌশল গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী ও নুরুল হক নুরকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমন করার লক্ষ্যে হত্যা, জখম, গ্রেপ্তার ও বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে অতীতের কোনো স্বৈরশাসক যেমন শেষ রক্ষা পায়নি, তেমনি বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারও দমন-নিপীড়ন চালিয়ে নিজেদের রক্ষা করতে পারবে না।'
বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী এবং নুরুল হক নুরসহ গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানিয়েছেন।