শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

দেশে করোনায় একজনের মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
দেশে করোনায় একজনের মৃতু্য

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃতু্য হয়েছে। ঢাকার একটি হাসপাতালে তার মৃতু্য হয়। এ ছাড়া পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের জন্য ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের মার্চ থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ২৯৮। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৮৭৯ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৯৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে