সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১৮:১৫

যাযাদি ডেস্ক
জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা জোরদার ম যাযাদি রিপোর্ট রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সংসদ ভবনে ঢোকার জন্য খেজুর বাগানসংলগ্ন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংসদে ঢোকার তিনটি গেটের মধ্যে বাকি দুটি গেট অর্থাৎ মণিপুরী পাড়াসংলগ্ন গেট এবং আসাদ গেটসংলগ্ন গেট। সংসদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মসের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, 'আন্দোলন শুরুর পর থেকে সংসদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি।' তিনি জানান, সংসদ ভবনের পাশে ধানমন্ডি-২৭, আড়ং ও আসাদ গেটসংলগ্ন এলাকায় আন্দোলন চলছে। এ জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হলেও এ জন্য বাইরে থেকে বাড়তি লোকবল আনা হয়নি। সার্জেন্ট অ্যাট আর্মসের যত লোক ছিল, তা দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী ম যাযাদি ডেস্ক মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেন, 'একটি কোম্পানি অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করেছে, স্থানীয় জনসাধারণের এমন অভিযোগ পেয়ে শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভাগের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।' তিনি বলেন, মোট ২০৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ ও ১৮ জন নারী, নেপালের ২৭ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন পুরুষ ও তিনজন নারী এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়া ভেটিং পর্যায়ে ম যাযাদি রিপোর্ট আলোচিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩-এর খসড়া ভেটিং পর্যায়ে আছে। আইনটি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রাথমিক খসড়া জনমত যাচাইয়ের জন্য আইসিটি বিভাগের ওয়েবসাইটে দেওয়া হবে। শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বছরের ২৭ নভেম্বর আইনের এই খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, তথ্য ব্যবহারে ব্যক্তির সম্মতির প্রয়োজন হয়, সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ উপাত্ত সুরক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। এই বোর্ড এসব বিষয় দেখাশোনা করবে। উপাত্ত যারা সংগ্রহ করবে, তাদের জন্য অনুসরণীয় কিছু নীতিমালা থাকবে, কিছু বিধিবিধান থাকবে বলেও জানিয়েছিলেন তাৎকালীন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ওই বোর্ড বিধিবিধান তৈরি করবে এবং তার আলোকে তথ্য সংগ্রহ করতে হবে এবং শেয়ার করবে। যারা তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করবে, তাদেরও এই বোর্ডের কাছ থেকে নিবন্ধিত হতে হবে। সেই নিবন্ধনের ভিত্তিতে কাজগুলো করতে হবে। সেই বিধান রেখেই আইনটি করা হয়েছে।