বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৪ জুলাই ২০২৪, ১৬:৫৫
সংবাদ সংক্ষেপ

বাংলাদেশে ভারতীয়দের চলাচলে সতর্কতা জারি

ম যাযাদি ডেস্ক

বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় এ দেশে বসবাসরত ভারতীয় নাগরিক শিক্ষার্থীদের চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার হাইকমিশনের এক্সের (সাবেক টুইটার) পেজে এই সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ভ্রমণ এড়াতে এবং তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো জরুরি সহায়তার প্রয়োজন হলে নিচের জরুরি নম্বরগুলোতে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বার্তায় যোগাযোগের জন্য বেশ কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ঢাকায় ভারতীয় হাইকমিশন +৮৮০১৯৩৭-৪০০৫৯১ (হোয়াটসঅ্যাপ আছে), চট্টগ্রামে সহকারী হাইকমিশন +৮৮০১৮১৪-৬৫৪৭৯৭ ও ?+৮৮০১৮১৪-৬৫৪৭৯৯, রাজশাহী +৮৮০১৭৮৮-১৪৮৬৯৬, সিলেট +৮৮০১৩১৩-০৭৬৪১১ ও খুলনা +৮৮০১৮১২-৮১৭৭৯৯।

দেশে ফিরল লিবিয়ায়

আটকে পড়া ১৪৪

বাংলাদেশি

ম যাযাদি রিপোর্ট

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় লিবিয়ার বেনগাজী শহরে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে বৃহস্পতিবার তারা ঢাকায় পৌঁছান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে আর কেউ যেন দালালের খপ্পরে অবৈধভাবে বিদেশে পাড়ি না জমান, সে বিষয়ে আত্মীয়-পরিচিতজনদের সচেতন করতে প্রত্যাবাসনকৃত'র প্রতি অনুরোধ করা হয়।

ঝিনাইদহে ৫ কোটি

টাকা মূল্যের ১২

স্বর্ণের বার উদ্ধার

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর থেকে যাত্রীবাহী বাস তলস্নাশি করে ৪ কোটি ৮৫ লাখ ৮১ হাজার ৫৪ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৮ বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৫ কেজি ১৪.৫৯ গ্রাম। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার ও জড়িতদের আটক করা হয়।

৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক শাহ মো. আজিজুস শহীদ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল মহেশপুর-জীবননগর সড়কের ফতেপুর শিশুতলা নামক স্থানে অবস্থান নেন। এসময় একটি যাত্রীবাহী বাস তলস্নাশি করে তিন যাত্রীর শরীর থেকে এই স্বর্ণের বার উদ্ধার করে।

এ সময় বাস থেকে আটক করা হয় তপু পাল (৩৭), মোহন চক্রবর্তী (৪২) ও আব্দুর রাজ্জাক (৫৫)। তাদের প্রত্যেকের শরীরে ৪টি করে স্বর্ণের বার বাঁধা ছিল। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি

অফিসে জমা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে