বেরোবি শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠিত পুলিশের মামলায় গ্রেপ্তার ৯
রংপুরে আ'লীগ ও ছাত্রলীগ কার্যালয়ে আগুন-ভাঙচুর
প্রকাশ | ১৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১৬:৫৬
রংপুর ও বেরোবি প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে ডাকা কমপিস্নট শাটডাউন পালনকালে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। বিকালে নগরীর বেতপট্টি এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। একইভাবে ছাত্রলীগ কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
এদিকে, কোটাবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বেরোবি) আবু সাঈদ নিহতের ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ জানিয়েছেন, বেরোবি নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকবে।
অন্যদিকে, আন্দোলন চলাকালে মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে কোটাবিরোধী ও সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় এবং উপাচার্যের বাসভবনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় দুটি ও কোতোয়ালি থানায় একটি মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত ৪/৫ হাজার আসামি করা হয়েছে। এ মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া পুলিশের গুলিতে নিহত বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত ও সংঘাত সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির সদস্য করা হয়েছে- রসায়ন বিভাগের প্রফেসর ড. বিজন মোহন চাকী এবং সদস্য-সচিব করা হয়েছে বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমানকে।
সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিমকে আহ্বায়ক করে পৃথক আরেকটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাসকে সদস্য এবং উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. এসএম শাহরিয়ারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রধান অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী দুটি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।
এদিকে এক শোক বার্তায় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেন, 'সম্ভাবনাময়ী উদীয়মান এমন একজন তরুণের নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
তিনি বলেন, 'আবু সাঈদের মৃতু্যতে তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা আর কোনো দিন পূরণ সম্ভব নয়। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারের পাশে থাকবো।'
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।