কোটা পুনর্বহাল চেয়ে মহিলা পরিষদের স্মারকলিপি

প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবিতে আইনমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রীরা। সোমবার এই স্মারকলিপি পেশ করে সংগঠনটি। এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত রোববার আপিল বিভাগ এক রায় দেন। রায়ে নারী কোটা তুলে দিয়ে ৭ শতাংশ কোটা বহাল রাখা হয়। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত স্মারকলিপেতে বলা হয়, গত দেড় দশকে সরকারের ইতিবাচক পদক্ষেপের ফলে নারীরা অনেকটা অগ্রসর হয়েছে। কিন্তু নারী কোটা বন্ধ হলে সেটি ব্যাহত হবে এবং এ সিদ্ধান্ত সরকারের নারীবান্ধব নীতির সঙ্গে সাংঘর্ষিক। স্মারকলিপিতে আরও বলা হয়, এসডিজির ৫ নম্বর গোল ও সিডও সনদ অনুযায়ী সমাজে নারী-পুরুষের সমতা আনয়নে নারী কোটা অবশ্যই প্রয়োজন। মহিলা পরিষদ নেত্রীরা নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সংবিধানের আলোকে নারী কোটা পুনর্বহালের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।